মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির আদেশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

এছাড়া, নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, সাক্ষী নুরুল আমীন, মোহাম্মাদ আইয়াজ ও নিজাম উদ্দিনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া, এপিবিএনের তিন সদস্যসহ ৭ জনকে বেখসুর খালাস দেয়া হয়েছে।

সোমবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালত বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এই হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত। হত্যায় লিয়াকত ও নন্দদুলালের ভূমিকা প্রমাণিত।

এর আগে, এই মামলার ১৫ আসামির উপস্থিতিতে আদালতে রায় পড়া শুরু হয়।

Share this news on: