চট্টগ্রামে কর্ণফুলী টানেলের নির্মাণকাজ উদ্বোধন রোববার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল নির্মাণ কাজ রোববার থেকে শুরু হতে যাচ্ছে।

রোববার আনুষ্ঠানিকভাবে টানেলের মূল নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্ণফুলী টানেল প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী প্রকল্পস্থলে টানেল বোরিং মেশিন (টিবিএম) দিয়ে খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। এই টানেলের জন্য চীন থেকে আনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। খননকাজে বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি করা হয়েছে ১৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ সাব স্টেশন।

বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীকে ঘিরে ‘ওয়ান সিটি টু টাউন’ হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা হবে। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণের প্রকল্প নেয়া হয়। কর্ণফুলী নদীর তলদেশে খনন করা হবে ১০ দশমিক ৮ মিটার ব্যাসের দু’টি টিউব। চার বছরের মধ্যেই এই টানেল নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

দক্ষিণাঞ্চলের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল নির্মাণ কাজে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও এই স্থাপিত বিদ্যুৎ সাব স্টেশন থেকে ৩০ মেগাওয়াট পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা থাকবে।

উল্লেখ্য, চট্টগ্রামের নেভাল একাডেমি থেকে আনোয়ারা পর্যন্ত প্রায় সোয়া তিন কিলোমিটার দৈর্ঘ্যের টানেল নির্মাণে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় হবে। এই প্রকল্পের ৩২ শতাংশেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। যার নির্মাণকাজ শেষ হবে ২০২২ সালের ডিসেম্বরে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: