প্রযুক্তি ও গুনগত শিক্ষা কর্মক্ষেত্র সৃষ্টি করে: পররাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তি শিক্ষায় ও গুনগত শিক্ষায় যদি স্কুল কলেজের ছেলে-মেয়েরা শিক্ষিত হয় তবে তারা চাকরির জন্য বসে থাকবে না। বরং তারা নিজেরা চাকরি সৃষ্টি করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

শনিবার সকালে সিলেট সদর উপজেলার ইসলামপুরে হযরত শাহজালাল (র) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতীব গুরুত্বপূর্ণ। তারা খেলা ধুলায় মনোযোগী হলে দেশ থেকে মাদক, সন্ত্রাস, ও দুর্নীতির মত অপরাধ দূর হবে। বর্তমান সরকার দেশকে মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত করতে চায়। যার জন্য নিরলশভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: