নীলক্ষেতের আগুন নিয়ন্ত্রণে

এক ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টার পর রাজধানীর নীলক্ষেতে বই মার্কেটে আগুন নিয়ন্ত্রণে। 

খবর পেয়ে সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে আগুনের সূত্রপাত। পুড়ে গেছে শতাধিক বইয়ের দোকান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন। 

এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে আগুন লাগে নীলক্ষেত বই মার্কেটে।

Share this news on: