জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যু

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪১ দেশ। আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও ইরিত্রিয়া। 

আর ভোট দানে ভোটদানে বিরত ছিলো চীন, বাংলাদেশসহ ৩৫ দেশ। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে ভোটদানে বিরত ছিলো ১০টি দেশ।

এর আগে ইউক্রেনে রাশিয়ার অভিযান নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশেষ অধিবেশনে আলোচনায় বাংলাদেশের পক্ষে উপস্থায়ী প্রতিনিধি মো. মনওয়ার হোসেন এ আহ্বান জানান।

মনওয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিষয়ে জাতিসংঘের নীতির প্রতি বাংলাদেশের সমর্থন জানান।  

Share this news on: