বাংলার সমৃদ্ধিতে' রকেট হামলা: অক্ষতদের উদ্ধারের আকুতি

ইউক্রেনে আঁটকে পরা বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধিতে' রকেট হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন, জাহাজটির থার্ড প্রকৌশলী মোহাম্মাদ হাদিসুর। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।

তবে এখনো অক্ষত আছেন জাহাজের ২৮জন ক্রু। জাহাজে থাকা নাবিক দলের এক সদস্য একটি ভিডিও বার্তার মাধ্যমে তাদের উদ্ধারের আকুতি জানিয়েছেন। আসিফুল ইসলাম নামের ওই ক্রু বলেন, তারা নিরাপদ স্থানে যাওয়ার তথ্যটি সঠিক নয়। 

বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত নয়টা পঁচিশ মিনিটে অলভিয়া বন্দরে রকেট হামলা হয়। হামলায় আগুন ধরে যায় জাহাজটিতে। পরে, জাহাজে থাকা সবাই মিলে আগুন নেভায়। 

গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায় 'এমভি বাংলার সমৃদ্ধি'। ইউক্রেন যুদ্ধ শুরু হলে জাহাজটি সেখানেই আটকা পড়ে । 

Share this news on: