অবকাঠামো নির্মাণ তদারকি করবে সিটি করপোরেশন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, 'সিটি করপোরেশন এলাকায় যে কোনো ভবনের নকশা ও স্থাপত্য বিষয়ে অনুমোদন দেবে রাজউক। আর অনুমোদিত বিষয়গুলো যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে সিটি করপোরেশন।' বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 এ সম মন্ত্রী বলেন, 'ভবন বা অন্যান্য অবকাঠামো নির্মাণে রাজউক থেকে অনুমোদন নেওয়ার পর বিষয়টি সিটি করপোরেশনকে জানাতে হবে। ভবন নির্মাণে যে স্থান নির্ধারণ করা আছে, সেটি সরকারি জায়গা বা উপযুক্ত কি না, রাজউক থেকে যে নকশা বা ডিজাইন অনুমোদন দেওয়া হয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, এ সব বিষয় দেখভাল করবে সিটি করপোরেশন।'

 সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি সব নাগরিককে ভূমিকা পালন করতে হবে।'

তিনি জানান, 'বাড়ি-ঘর, অফিস আদালত, রাস্তা-ঘাট, ড্রেন, খাল-নালা সব কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিসসহ অন্যান্য মশা প্রজনন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো শুরু করতে হবে। মশার কোনো বর্ডার নেই। উত্তর সিটি করপোরেশনে মশা থাকলে দক্ষিণে হবে না অথবা এক বাসায় হলে অন্য বাসায় হবে না এমনটি না। মশা নিধন করতে হলে সবাইকে সচেতন হতে হবে।'

Share this news on: