ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনীর ‘দখলে’

রুশ সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে—স্থানীয় এক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, ‘কর্মীরা বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন।’

এ ছাড়া ইউরোপের বৃহত্তম এ বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে ইউক্রেনের স্থানীয় সময় আজ শুক্রবার ভোররাতের দিকে রাশিয়ার গোলা হামলায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যায়। পরে আগুন নেভাতে সক্ষম হয় দেশটির কর্তৃপক্ষ।

Share this news on:

সর্বশেষ