রাশিয়ায় ফেসবুক টুইটার বিবিসি-ডয়চে ভেলে বন্ধ

রাশিয়ায় বিবিসিসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত, ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ওয়েবসাইটগুলো বন্ধ করা হয়। এছাড়া ফেসবুক ও টুইটারে প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সরকারি গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ'র ও তাসের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম দুটির প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, রাশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, সংবাদমাধ্যম বিবিসি, ডয়েচে ভেলে, রেডিও ফ্রি ইউরোপ-রেডিও লিবার্টি ও মেডুজা এবং এনজিও গ্লোবালচেক'র ওয়েবসাইট আংশিক বন্ধের অভিযোগ ওঠে।

রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ হামলা তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে বিরোধী মত প্রকাশে বাধার অংশ হিসেবে বেশ কয়েকটি ওয়েবসাইট আংশিকভাবে বন্ধ আছে।

Share this news on: