শিগগির তিস্তা সমস্যার সমাধান: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিগগির তিস্তা পানি বণ্টন সমস্যার সমাধান হবে। শুক্রবার (৪ মার্চ) পশ্চিমবঙ্গে বইমেলায় নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘তিস্তার পানির ওপর বাংলাদেশের অধিকার রয়েছে। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। অচিরেই এই সংকটের সমাধান হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, দুই দেশের মানুষ, রাজনৈতিক দল এবং একাডেমির সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে এই সম্পর্ক গড়ে ওঠে। দিন দিন তা আরও সুদৃঢ় হয়েছে, যা সহজে ক্ষয়ে যাওয়ার নয়।'

শিক্ষামন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের মৈত্রীর সুসম্পর্ক রয়েছে। তাই আমি বিশ্বাস করি, তিস্তার এই সমস্যা দ্রুত সমাধান হবে।’

Share this news on: