রাশিয়া-ইউক্রেন বৈঠক : ২৪ ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি মস্কো

ইউক্রেনে যুদ্ধ বন্ধে তুরস্কের আনতালিয়া শহরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার মধ্যে বৈঠক হয়। তবে এ বৈঠকেও যুদ্ধ বন্ধে তেমন কোনও অগ্রগতি হয়নি। 

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ২৪ ঘণ্টার জন্য একটি যুদ্ধবিরোতির প্রস্তাব করেছিলেন তারা, তা নাকচ করে দেয় রাশিয়া। অন্যদিকে , পৃথক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে পশ্চিমা বিশ্ব।

তবে দুই দেশই আলোচনা অব্যাহত রাখতে সম্মত আছে।

গেল ২৪শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মত বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগলু'র মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় এই শান্তি আলোচনা।

Share this news on: