রুশ কনভয় কিয়েভ থেকে ৩ মাইল দূরে : বিবিসি

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৩ মাইল দূরে অবস্থান নিয়েছ আলোচিত ৪০ মাইল দীর্ঘ রুশ কনভয়।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শীর্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

অন্য এক প্রতিবেদনে বলা হয়, 'স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, রুশ কনভয় কিয়েভের কাছে রয়েছে। সম্ভবত, কিয়েভের আশপাশের এলাকায় সেনাদের নতুন করে মোতায়েন করা হচ্ছে'।

ধারণা করা হচ্ছে, ইউক্রেনের রাজধানীতে হামলার প্রস্তুতি হিসেবে সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে।

ম্যাক্সার টেকনোলজির মতে, 'কনভয়টিকে সবশেষ আন্তনভ বিমানবন্দরের কাছে উত্তরপশ্চিম দিকে দেখা গিয়েছিল। সেটি এখন অবস্থান পরিবর্তন করে কিয়েভের আশপাশে রয়েছে'।

স্যাটেলাইট ইমেজে আরও দেখা গেছে, 'কনভয়ের একটি অংশ কিয়েভের পাশে লুবিয়াঙ্কায় অবস্থান নিয়েছে। তারা সেই এলাকার আশপাশে কামান বসিয়েছে'।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, 'নতুন স্যাটেলাইট ইমেজে দেখা গেছে সেই ৪০ মাইল দীর্ঘ রুশ কনভয় কিয়েভের কাছে চলে এসেছে। কিয়েভের জন্য লড়াই চলমান থাকায় রুশ সেনাদের বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে'।

স্যাটেলাইট ইমেজ গতকাল বৃহস্পতিবার কিয়েভের স্থানীয় সময় সকাল ১১টা ৩৭ মিনিটে তোলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এতে দেখা গেছে লুবিয়াঙ্কার বনাঞ্চলে রুশ সেনারা 'অবস্থান' নিয়েছে।

Share this news on: