'কিয়েভ ছেড়েছেন অর্ধেক মানুষ': মেয়র

রাজধানী কিয়েভ ছেড়ে অর্ধেক মানুষ চলে গেছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ভিতালি ক্লিৎশকো।

গতকাল বৃহস্পতিবার ইউক্রেন টেলিভিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

শহরের মেয়র সংবাদমাধ্যমকে জানায় রুশ সেনা কনভয় ধীরে ধীরে কিয়েভের দিকে এগিয়ে আসার প্রেক্ষিতে মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে।

পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, কিয়েভ এখন 'একটি দুর্গ। এর প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন, প্রতিটি চেকপয়েন্ট সুরক্ষিত।'

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের হিসাব অনুযায়ী বৃহত্তর কিয়েভের জনসংখ্যা ছিল প্রায় ৩৫ লাখ। রুশ সেনারা কিয়েভের দিকে অগ্রসর হওয়ায় প্রায় ২০ লাখ মানুষ রাজধানী ছেড়েছেন। 

মেয়র বলেন, 'আমাদের দিক থেকে বলতে পারি, প্রতি ২ জন কিয়েভবাসীর একজন রাজধানী ছেড়েছেন।'

Share this news on: