রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবো না'। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন বাহিনী রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। 

আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ঘোষণা দেন জো বাইডেন প্রশাসন। তিনি রাশিয়ান মদ, সামুদ্রিক খাবার এবং হীরা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বাইডেন জানান, 'আমরা রাশিয়ার অর্থনীতির বেশ কয়েকটি উল্লেখযোগ্য পণ্য নিষিদ্ধ করছি। যুক্তরাষ্ট্র আরও কিছু রাশিয়ান নাম তালিকায় যুক্ত করবে'।

এ সময় তিনি সতর্ক করে বলেন, 'রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কোনো যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে'।

Share this news on: