নরওয়েতে মহড়ার জন্য সেনা পাঠাবে ন্যাটো

৩০ হাজার সেনা, ২০০ বিমান, ৫০ জাহাজ
নিয়ে নরওয়েতে মহড়ার জন্য সেনা পাঠাবে ন্যাটো

ইউক্রেনে-রাশিয়ার আগ্রাসনের ১৭তম দিনে ন্যাটো ঘোষণা দিয়েছে যে, তারা আগামী ১৪ মার্চ নরওয়েতে মহড়ার জন্য সেনা পাঠাবে।

আজ শনিবার বিবিসির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ধরনা করা হচ্ছে,'কোল্ড রেসপন্স ২০২২ শিরোনামের এই মহড়ায় ২৭টি দেশের ৩০ হাজার সেনা, ২০০টি বিমান এবং ৫০টি জাহাজ অংশ নেবে। এটিকে চলতি বছরে ন্যাটো সেনাদের সবচেয়ে বড় মহড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে'।

সোমবার থেকে শুরু হওয়া ঐ মহরা রাশিয়ার সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে। যদিও ইউক্রেনে মস্কোর আগ্রাসনের অনেক আগেই এই মহড়ার পরিকল্পনা হয়েছিল, এখন যুদ্ধের কারণে এর তাৎপর্য অনেকটাই বেড়ে গেছে।

Share this news on: