'বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে বর্তমান সরকার' :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,'এই জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির জন্য সংগ্রাম করতে গিয়ে বঙ্গবন্ধু নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে বর্তমান সরকার'। 

শুক্রবার (১৮ই মার্চ) প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ আলোচনা সভায় যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'কোনও হায়েনার দল আবার যেন বাঙালির অর্জনগুলোকে কেড়ে নিতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।'

সরকার প্রধান বলেন, 'দেশের ইতিহাসটা শেখাতে হবে ছেলে-মেয়েদের। ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস, বাংলা ভাষার জন্য এ দেশের মানুষ বুকের রক্ত দিয়ে গেছে। যে দিবসটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। এ বিজয় এবং স্বাধীনতা অর্জনের পেছনে যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ সম্পর্কেও সবাইকে জানতে হবে'।

তিনি বলেন, 'এটা প্রজন্মের পর প্রজন্মকে জানাতে এবং শেখাতে হবে। তাহলেই তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত হবে। এগিয়ে যাবে আমাদের পরবর্তী প্রজন্ম।'

তিনি আরও বলেন, 'দেশবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হবে। দেশে বর্তমানে যে উন্নয়ন হচ্ছে, তার প্রত্যেকটি ধারার সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে তাদের জন্য কাজ করে যেতে হবে।'

Share this news on: