সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ আর নেই

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমদ মারা গেছেন। আজ সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
৯২ বছর বয়সে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় শনিবার সকাল সাড়ে দশটার দিকে। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

১৯৯০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব নেন শাহাবুদ্দীন আহমদ। ওই বছরই এরশাদ পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। আবার তিনি প্রধান বিচারপতি পদে ফিরে যান এবং স্বাভাবিক অবসর নেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সাহাবুদ্দীন আহমদ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে ১৯৩০ সালের ১লা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। কর্মজীবনে প্রথমে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন।

ম্যাজিস্ট্রেট, মহকুমা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালে তাকে বদলী করা হয় বিচার বিভাগে। ১৯৬৭ সালে হাইকোর্টের রেজিস্ট্রার নিযুক্ত হওয়ার পর ১৯৭২ সালের ২০শে জানুয়ারি তাকে হাইকোর্টের বিচারক পদে উন্নীত করা হয়।

১৯৮০ সালের ৭ই ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান সাহাবুদ্দীন আহমদ। ২০০১ সালের ১৪ই নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ হতে অবসর গ্রহণ করেন।

তিনি তিনটি কন্যা ও দুটি পুত্র সন্তানের জনক। সাহাবুদ্দীন আহমদের দুই ছেলে গুলশানের বাসায় বাবার সঙ্গেই থাকতেন। তার দুই মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে থাকেন। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূরের ভাইয়ের শ্বশুর।

Share this news on: