ডাকসু: কোটা আন্দোলনকারীদের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ’। 

সোমবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

২৫ সদস্যের কেন্দ্রীয় সংসদ ও ১৩ সদস্যের হল সংসদের জন্য আলাদা প্যানেল ঘোষণা করেছে পরিষদ।

নির্বাচনে ভিপি পদে মনোনয়ন দেয়া হয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুরকে।আর সাধারণ সম্পাদক পদে প্যানেলে রাখা হয়েছে পরিষদের যুগ্ম আহবায়ক মো. রাশেদ খাঁনকে। আর সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন দেয়া হয়েছে প্লাটফর্মের আরেক যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেনকে।

এছাড়া অন্যান্য পদে রয়েছে-

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: নাজমুল হুদা

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: সোহরাব হোসেন

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: হাবিবুল্লাহ বেলালী

সাহিত্য সম্পাদক: আকরাম হোসেন

সংস্কৃতি সম্পাদক: নাহিদ ইসলাম

ক্রীড়া সম্পাদক: মামনুর রশীদ মামুন

ছাত্র পরিবহন সম্পাদক: রাজিবুল ইসলাম

সমাজসেবা সম্পাদক: আখতার হোসেন

সদস্য:

১.উম্মে কুলসুম বন্যা

২. রাইয়ান আব্দুল্লাহ

৩.সাব আল মাসানী

৪.ইমরান হোসেন

৫.শাহরিয়ার আলম সৌম্য

বাকি আটজন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 

ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ মার্চ। ডাকসুর ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া হলগুলোতে ১৩ পদে নির্বাচন হবে।

প্রায় দুই যুগ পর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে।

আরও পড়ুন...

ডাকসু নির্বাচন: ছাত্রলীগের প্যানেল ঘোষণা

 

 

টাইমস/এইচইউ

Share this news on: