সুশীল সমাজের সঙ্গে মঙ্গলবার সংলাপ ইসির

মঙ্গলবার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে গত ১৫ মার্চ ৪০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণপত্র দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজামান গণমাধ্যমকে বলেন,'মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের কনফারেন্স রুমে এ সংলাপ অনুষ্ঠিত হবে'। 

ইসি জানায়,'স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খানসহ মোট ৪০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে'। 

এর আগে গত ১৩ মার্চ ৩০ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপের আয়োজন করেছিল ইসি। যদিও ইসির আমন্ত্রণে সাড়া দিয়ে ওইদিন উপস্থিত ছিলেন মাত্র ১৩ জন।

Share this news on: