কয়েকবছরের মধ্যেই মধ্যবিত্ত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ: মার্কিন সিনেটর

মার্কিন সিনেটর বব মানেন্দেজ বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ বিশ্বের একটি মধ্যবিত্ত রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যতিক্রমী এক ইতিহাস হয়ে থাকবে। আমরা এর প্রশংসা করি।

রবিবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মার্কিন সিনেটর বব মানেন্দেজ আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার আন্তরিক ইচ্ছা আমাদের রয়েছে। আর মাত্র কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ একটি মধ্যবিত্ত দেশে পরিনত হতে যাচ্ছে। যা দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটি বড় সাফল্য।

বব মানেন্দেজ বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সক্রিয় একটি শক্তি হিসেবে দাঁড়িয়েছে। যা প্রশংসনীয়, এটি বাংলাদেশকে বিশ্বপরিমণ্ডলে আরও এগিয়ে নেবে।

এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির প্রাণবন্ত ও মেধাবী মানবসম্পদ এবং বিশ্ববাজারে আরএমজি রপ্তানিতে বাংলাদেশের অবদানের প্রশংসাও করেন এই মার্কিন সিনেটর।

Share this news on: