ঈদের আগে যেমন থাকে গাউছিয়া, সরাসরি


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর শপিং মলগুলোতে শুরু হয়েছে জমজমাট বেচাকেনা। নিউ সুপার মার্কেট,গাউছিয়া মার্কেট, চাঁদনী চক মার্কেট সহ আশপাশের মার্কেট গুলোতে ক্রেতা সমাগম চখে পারার মতো। 

দোকানগুলোতে সংগ্রহও বেশ ভালো। শাড়ির মধ্যে রয়েছে সিল্ক, হাফ সিল্ক, সুতি, জর্জেট, কাতান, বেনারসি, মসলিন, তাঁতসহ আরও নানা প্রকার। দামেও রয়েছে বৈচিত্র।

এছাড়া রয়েছে, মেয়েদের থ্রিপিস, ফতুয়া, প্লাজো, জিন্সপ্যন্টসহ নানা আইটেম। 

ছেলেদের পাঞ্জাবি কালেকশনেও রয়েছে বৈচিত্র। গরমে আরামদায়ক সুতির পাঞ্জাবির পাশাপাশি রয়েছে, সিল্ক, তশর, লীলেন, খাদিসহ নানা কাপড়ের পাঞ্জাবি। 

বিক্রেতারা বলছেন, এবার গরমকে মাথায় রেখে পোশাকের ডিজাইন করিয়েছেন তারা। নজর দেয়া হয়েছে রংয়ের দিকেও।

ব্যবসায়ীরা জানান, “লাইট কালারের উপর ডিজাইনটা বেশি, যেহেতু গরমের সিজন। চলছেও বেশি। 

গেল দু’বছর অনলাইনে কেনাকাটায় ছিল ক্রেতাদের ভরসা। এবার নিজেরা মার্কেটে এসে হাতে ধরে-দেশে পছন্দের পোশাক সংগ্রহ করতে পারছেন।

ক্রেতারা জানালেন, “দু’বছর তো অনলাইন বেইজ ছিল, মার্কেটে এসে দেখার সুযোগ পাইনি। তো এবার খুবই ভাল লাগছে।”

আরেক ক্রেতা বলেন, “সাধারণ মানুষ সবাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ঈদটাকে উদযাপন করতে পারছে, কেনাকাটা করতে পারছে। খুবই ভাল লাগছে।”

করোনার প্রকোপ কমে গেলেও চলাফেরায় এখনও সাবধানতা অবলম্বন করতে হবে বলেও মনে করেন ক্রেতা-বিক্রেতারা।

Share this news on: