নিউ মার্কেটের সংঘর্ষে ঢাকার রাস্তা অচল

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ওই এলাকাসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে পুরো ঢাকায়।

সোমবার রাতে সংঘর্ষের পর থেকেই নিউ মার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়; বন্ধ হয়ে যায় সামনের সড়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় নিউ মার্কেটের সড়কে। আগেই গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা বেছে নিতে শুরু করেন চালকরা।

রিকশা বা ছোট ছোট যানবাহনসহ যাত্রীবাহী সব পরিবহন যেতে থাকে বিকল্প পথে। ভোগান্তিতে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানহ অফিসগামী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত প্রচণ্ড যানজট। নিউমার্কেটের রাস্তা বন্ধ থাকায় ঢাকা ইউনিভার্সিটি ও এর আশেপাশে এলাকায়ও তীব্র যানজট দেখা দিয়েছে।

ফার্মগেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদি হাসান ফারুক বলেন, ‘আজকে সকাল ৮টা থেকেই যানজট শুরু হয়েছে। অন্য দিন বেলা ১১টা বাজলে আমরা একটু বিশ্রাম নিতে পারি। কিন্তু নিউমার্কেট এলাকায় ঝামেলার কারণে আজকে দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা বেগতিক। বসার কোনো সুযোগ নাই।’

তিনি আরও বলেন, ‘প্রচণ্ড রোদ, ধুলা তার ওপর ভয়ানক যানজট। যানজটের কারণে বাস রেখে মানুষ হেঁটে কর্মস্থলে যাচ্ছে।’

Share this news on: