বজ্রপাতে তিন জেলায় তিন জনের মৃত্যু

ফেনী, যশোর ও ঝালকাঠি-এই তিন জেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

বৈরী আবহাওয়ায় মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামে নূরুল আফছার মিলন (৪০) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা যান। নিহত নূরুল ওই গ্রামের আহসান উল্লাহ মিয়ার ছেলে।

চর চান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, ভোরে এলাকায় মহিষের খামারে কাজ করার সময় বজ্রপাতে মিলন আহত হন। স্থানীয়রা তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে যশোরের শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামে আরদিন হোসেন (৩৫) নামে এক ইট ভাটাশ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন।

তিনি একই এলাকার লবা উদ্দিনের ছেলে। বেনাপোলে এআর ব্রিকস নামে একটি ইটভাটায় কাজ করতেন তিনি।

বাগআচড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন বলেন, বিকেলে ইটভাটায় কাজ করার সময় বৃষ্টিপাত শুরু হয়। আরদিন ভাটার টিনশেডে আশ্রয় নেন। হঠাৎ টিনশেডের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এছাড়া ঝালকাঠির নলছিটি উপজেলার ভেরনবাড়িয়া গ্রামে ব্রজপাতে আব্দুল রশিদ হাওলাদার (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

নিহত রশিদের চাচাত ভাই জাহেদুল ইসলাম লাবু জানান, সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলে রশিদ বাড়ির পাশে মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

টাইমস/এমএএইচ/জেডটি

Share this news on: