নিউমার্কেটের সংঘর্ষ: মুরসালিন নিহতের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় মুরসালিন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেছেন। নাহিদের মামলার মতো এই মামলায়ও আসামিরা অজ্ঞাত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে নুর মোহাম্মদ ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

শুক্রবার (২২ এপ্রিল) নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) স ম কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতে মোরসালিনের মৃত্যুর ঘটনায় তার ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নাহিদের মামলার মতো এই মামলার আসামিরাও অজ্ঞাত। বাদী মামলায় কোনো আসামির নাম উল্লেখ করেনি।

ইল্লেখ্য ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় মুরসালিন (২৬) আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। তিনি একটি দোকানের কর্মচারী ছিলেন। এই নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

Share this news on: