শুরু হলো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

শুরু হলো আসন্ন ঈদ উপলক্ষে  ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। কেউ মধ্যরাত-কেউ সেহেরির পর টিকিটের লাইনে দাঁড়িয়েছিলেন।

শনিবার সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয় যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর এবারই প্রথম অগ্রিম ট্রেনের টিকিট কিনতে কাউন্টারে এনআইডি বা জন্ম নিবন্ধন এর ফটোকপি জমা দিতে হচ্ছে। 

কাউন্টারের পাশাপাশি একই সময় অনলাইনেও ছাড়া হয়েছে টিকিটের ৫০ শতাংশ।

আবার শুধু কমলাপুর নয় রাজধানীর আরো চারটি স্টেশন থেকে বিভিন্ন রুটের ট্রেনের টিকিট দেয়া হচ্ছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করলেও ৩ মে ঈদ উদযাপন হিসেবে ট্রেনের টিকিট বিক্রি শুরু হলো। বিড়ম্বনা রোধে রাজধানীর কমলাপুর স্টেশনসহ নগরীর পাঁচটি স্টেশনে একযোগে বিক্রি হচ্ছে টিকিট।

দেশের পশ্চিমাঞ্চল ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট যারা নিতে চান, তাদের যেতে হবে কমলাপুর রেলস্টেশনে। ঢাকা বিমানবন্দর স্টেশনে গেলে পাওয়া যাবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকিট।

ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তনগর ট্রেনের টিকিট যারা নিতে চান তাদের যেতে হবে তেজগাঁও স্টেশন। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মিলবে মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট।

সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে রাজধানীর ফুলবাড়িয়ায় (পুরাতন রেলওয়ে স্টেশন)।

এবার ঈদে প্রতিদিন গড়ে ৩০ লাখ মানুষ ঢাকা ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই যাত্রায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের সবচেয়ে বেশি যাতায়াত করেন ট্রেনে। ফলে প্রতিবছরই ট্রেনে উপচে পড়া ভিড় দেখা যায়।

Share this news on: