বরিশালে রেল চলবে

বরিশালে রেললাইন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বরিশাল, পটুয়াখালী পায়রা বন্দরের সাথে রেলকে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) রেলের ভ্রাম্যমাণ জাদুঘর এবং ৪৬টি লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যমুনা সেতুর সাথে রেলকে যুক্ত করা হয়েছে। সরকার ডুয়েলগেজ রেললাইন নির্মাণ করছে। সবি করা হয়েছে মানুষের যাতায়াতে ও পণ্য পরিবহণের সুবিধার্থে।

লোকবলের অভাব রয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, একটি মিটারগেজ ও ব্রডগেজ কোচ নিয়ে ভ্রাম্যমাণ বঙ্গবন্ধু যাদুঘর নির্মাণ করা হয়েছে। কয়েক দিন পর ঈদ, নতুন চালু হওয়া লোকোমোটিভের মাধ্যমে সহজে গন্তব্যে যেতে পারবে।

নতুন লাইনগুলো চালু হলে রেল লাভজনক হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা এসে আলাদা রেল মন্ত্রণালয় করেছে, রেলের উন্নয়ন করেছে। সামনে নতুন লাইনগুলো চালু হলে রেল হবে লাভজনক।

তিনি বলেন, নতুন কোচ, লোকমটিভ কেনা হলো, বিএনপি সেই রেললাইন, কোচ ও ইঞ্জিন পুড়িয়ে দিয়েছিলো। এটা নাকি বিএনপির আন্দোলন, মানুষ পুড়িয়ে মেরে কোন ধরণের আন্দোলন? এটা তো সন্ত্রাসী কার্যক্রম।

Share this news on: