সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংক্ষিপ্ত ঢাকা সফর শেষে দেশে ফিরে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা ত্যাগ করেন জয়শঙ্কর। রাজধানীর কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে জয়শঙ্করকে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

দুই নিকট প্রতিবেশীর সম্পর্ককে পরের ধাপে এগিয়ে নেওয়ার লক্ষ্যের পাশাপাশি সহযোগিতা নিবিড় করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকায় আসেন।

বৃহস্পতিবার দুপুরের দি‌কে ঢাকায় আসেন জয়শঙ্কর। কর্মসূচির শুরু‌তে জয়শঙ্কর বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে জয়শঙ্কর ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির পক্ষ থেকে বঙ্গবন্ধুকন‌্যা‌কে নয়া দি‌ল্লি সফ‌রের আমন্ত্রণ জানান। 

এরপর সন্ধ্যায় রাজধানীর ফ‌রেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মো‌মেন-জয়শঙ্কর। আধ ঘণ্টার কম সময় অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা তিস্তার পানি বণ্টন ইস্যু খুব দ্রুত স্বাক্ষরের পাশাপাশি দু’দেশের অমীমাংসিত ইস্যুগুলোও সমাধানে জোর দেয়। অন‌্যদি‌কে নয়া দি‌ল্লি যোগাযোগ, জল‌বিদ্যুৎসহ অন্যান্য খাতে শক্তিশালী উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জয়শঙ্করকে বিদায় জানানোর সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে প্রথমবার ঢাকা সফর করেন জয়শঙ্কর। গত বছরের মার্চে শেষ বার ঢাকা সফর করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এটি ছিল জয়শঙ্করের তৃতীয় ঢাকা সফর।

Share this news on: