শাহজালালে ২৭৩টি আইফোনসহ সাত কোটি টাকার মালামাল জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি সাড়ে ৩শ মোবাইল ফোনসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সাথে দেড় কেজি স্বর্ণালংকারও জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। জব্দকৃত জিনিসগুলোর আনুমানিক মূল্য সাত কোটি টাকা।

শুক্রবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ার কবীর জানান, দুবাই থেকে আসা এক যাত্রী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নামে একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে আমাদের কাছে গোপন খবর ছিল, ওই যাত্রী দুবাই থেকে অবৈধ ফোন ও স্বর্ণালংকার নিয়ে আসছেন।

পরে বিমানবন্দরে ওই যাত্রীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ছয়টি লাগেজ তল্লাশি করে ২৭৩টি আইফোন, স্যামসাং নোট২০, গুগল পিক্সেলসহ সাড়ে ৩ শতাধিক মোবাইল পাওয়া যায়। এছাড়া ওই যাত্রীর কাছে প্রায় ১ কেজি ৬শ গ্রাম স্বর্ণালংকার এবং সোনারবার পাওয়া যায়। পরে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।




Share this news on: