অতিরিক্ত ভাড়া আদায়ে পাঁচটি পরিবহনকে জরিমানা

ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় ও ভাড়ার তালিকা কাউন্টারের সামনে না ঝোলানোয় পাঁচটি পরিবহনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শুক্রবার রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ভোক্তা অধিকার সংরক্ষণ এসব জরিমানা করে।

জানা যায়, গাবতলীর সেলফি পরিবহনকে এক হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৫০০ টাকা, সাথি এন্টারপ্রাইজকে এক হাজার, অরিন ট্রাভেলসকে এক হাজার টাকা ও শ্যামনগর পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এখানে এসেছি। এখানে এটা মূলত বিআরটিএর কাজ, আমরা এডিশনাল হিসেবে এসেছি, যাতে যাত্রীদের কোনো হয়রানি পোহাতে না হয়। যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনে আমরা বিভিন্ন কাউন্টারে গিয়েছি‘।

সেলফি পরিবহনের চেয়ারম্যান ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দীন গণমাধ্যমকে বলেন, 'সেলফি পরিবহনে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, তা আমার অগোচরে হয়েছে। আমি প্রতিটি গাড়ির স্টাফকে নির্দেশ দিয়েছি তাঁরা যেন সরকারনির্ধারিত ভাড়ার থেকে এক টাকাও বেশি আদায় না করেন।'

Share this news on:

সর্বশেষ