সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যু, জানাযা যেখানে

বিকেলে সড়কপথে সিলেট নেয়া হচ্ছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ। তার আগে জাতীয় সংসদ ভবনে যে জানাজা হওয়ার কথা সেটি হবে না। দুপুর থেকে তাকে রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। 

সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। 

এরপর থেকে সড়কপথে নেয়া হবে সিলেট। আগামীকাল বাদ আসর সিলেটের রায়না করে তাদের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এ তথ্য জানিয়েছেন তার ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড মোমেন।

তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে সংসদ ভবন প্রাঙ্গণে জানাজা হয় না। এ কারণে মুহিতের জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে না। 
গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাকে শহীদ মিনারে নেয়া হচ্ছে তারপর নেয়া হবে সিলেটে।

Share this news on: