দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই জয় আমাদের হবে: পুতিন

বিজয় দিবসে সাবেক সোভিয়েত দেশগুলোকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই এবারও জয় আমাদের হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর পরাজয়ের ৭৭ তম বার্ষিকীতে পুতিন বলেন, ‘আজ আমাদের সৈন্যরা তাদের পূর্বপুরুষদের মতো তাদের জন্মভূমিকে নাৎসিদের কলুষ থেকে মুক্ত করার জন্য লড়াই করছে। তাদের আত্মবিশ্বাস রয়েছে ১৯৪৫ সালের মতো বিজয় আমাদেরই হবে।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, 'দুঃখের বিষয় আজ নাৎসিবাদ আরও একবার মাথা তুলছে। নাৎসিবাদের পুনর্জন্ম রোধ করা আমাদের সাধারণ কর্তব্য। নাৎসিবাদ বিভিন্ন দেশের মানুষের জন্য অনেক দুর্ভোগ সৃষ্টি করেছে।'
 
ভাষণে ইউক্রেনের বাসিন্দাদের জন্য একটি শান্তিপূর্ণ এবং ন্যায্য ভবিষ্যৎ কামনা করেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার বলেছেন, ইউরোপে শয়তান ফিরে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে এক ভাষণে জেলেনস্কি এই মন্তব্য করেছেন।

Share this news on: