সারা দেশে ঝড় বৃষ্টি, সিরাজগঞ্জে প্রাণ গেল দুইজনের

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। কখনও মেঘ, কখনও বৃষ্টি, আবার কখনও বজ্রবৃষ্টি ও দমকা বাতাস। আবহাওয়ার বিরূপ পরিস্থিতে সিরাজগঞ্জ সদরে ঝড়ের সময় বজ্রপাতে ও গাছের ডাল ভেঙে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার বাহুকা ও বঙ্গবন্ধু ইকোপার্ক এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুফিয়া খাতুন (৫২), ও নাঈম হোসেন (১৮)। তাদের মধ্যে নাইম বাহুকা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় বাগবাটি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। আর সুফিয়া সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নাঈমের মামাত ভাই রফিকুল ইসলাম জানান, ঝড়ের সময় গ্রামের একটি ধান ক্ষেত পরিচর্যা করছিলেন নাঈমসহ তিনজন। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলে নাঈম মারা যান। আহত দুইজনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুনেচ্ছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ইকোপার্কের ভিতরে ঝড়ের মধ্যে পাতা কুড়ানোর সময় গাছের ডাল ভেঙে মারা যান সুফিয়া খাতুন (৫২)।

টাইমস/ কেআরএস

Share this news on: