মিরপুর থেকে একমাস ধরে নিখোঁজ বিইউবিটি'র ছাত্র ইফাজ

একমাস ধরে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটি'র শিক্ষার্থী ইফাজ আহমেদ চৌধুরী। গত ১১ই এপ্রিল মিরপুরের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। থানা পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দৌড়ঝাপ করেও কোন খোঁজ মেলেনি তার। পরিবারের সন্দেহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে তাকে।

১১ই এপ্রিল দুপুর। ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা যাচ্ছে ইফাজ মিরপুরের বসতী হাউজিংয়ের বাসা থেকে বের হয়ে যাচ্ছেন। মিরপুর চিড়িয়াখানা রোডে একটি প্রাণি হাসপাতালে গিয়েছিলেন তিনি।

সেখান থেকে কিছুক্ষণ পরে আবার বাসার পথে ফেরত আসেন ইফাজ। কিন্তু কিছুদূর আসার পর থেকে আর খোঁজ নেই তার।

ইফাজের মা জান্নাতুল ফেরদৌস জানান, ১১ তারিখ রাতে একটা সাধারণ ডায়েরি করা হয় ২নং মডেল থানায়। সেই রাতেই আবার র‌্যাব ৪-কে একটি অভিযোগপত্র দেয়া হয়। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েও বলা হয়েছে। নিজে থেকে সব সিসিটিভি তথ্য জোগার করেন পরিবারসদস্যরা।   

পরিবারের দাবি ইফাজ নিখোঁজ হওয়ার সময় তার আশপাশে একটি কালো মাইক্রোবাস দেখা গিয়েছিল। ওই মাইক্রোবাস ঘিরেই সন্দেহ তাদের।

সম্প্রতি বিয়ে করা ইফাদের অন্তঃস্বত্ত্বা স্ত্রীর দাবি, পড়াশোনা আর পরিবারের বাইরে আর কোথাও আড্ডা ছিলনা ইফাজের।

ইফাজের স্ত্রী সানজিদা ইসলাম অনন্যা বলেন, 'আমার কাছে মনে হয় উনাকে কেউ তুলে নিয়ে গেছে। কারণ আমার ননদকে বলে গেছে যে বাইরে থেকে ফিরে এসে তাকে পড়াবে।'

ইফাজের নানা কাজী মোমেন উদ্দিন বলেন, এখন কি হলো তা বুঝা যাচ্ছে না। এখন একমাত্র প্রশাসনের কাছে দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি আমার নাতিকে আমরা ফেরত চাই।' 

এই ঘটনায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে ইফাজের পরিবার। আইন শৃঙ্খলাবাহিনী বলছে, তার খোঁজে কাজ করছে তারা।

ডিএমপি মিরপুর বিভাগের উপ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন ফোনোলাপে বলেন, 'আমাদের তদন্তের মধ্যে অনেকগুলো দিক থাকে। এই নিখোঁজ হওয়াটাও একটা দিক। আমরা উদ্ধারের কাজ করছি।'

র‌্যাব ৪-এর সিও মোজাম্মেল হক বলেন, 'আমাদের কাছে এমন অভিযোগ আসলে আমরা সবসময় চেষ্টা করি। এক্ষেত্রেও আমরা চেষ্টা করছি।'

ইফাজ রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনির্ভাসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি -বিইউবিটি'র শিক্ষার্থী।

Share this news on: