শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ

শ্রীলঙ্কায় আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে পদত্যাগ করলেও ক্ষোভে ফুঁসেছে পুরোদেশ। প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়াও একের পর এক সরকারদলীয় আইনপ্রণেতাদের বাসভবনে অগ্নিসংযোগ করছেন বিক্ষোভকারীরা।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এসময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, মাহিন্দা রাজাপাকশে ও সরকার দলীয়দের বাড়িতে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে।

তবে অহিংস বিক্ষোভে সহিংসতা ছড়ানোর জন্য রাজাপাকশে পরিবারকেই দায়ী করছেন দেশটির ধর্মীয় নেতা ও বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

এর আগে, সোমবার পদত্যাগের আগে নিজ সমর্থকদের বিরুদ্ধে বার্তা দেন মাহিন্দা।

এরপরপরই কলম্বোতে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের ওপর সরকার সমর্থকদের হামলায় অন্তত পাঁচ জন নিহত ও ১৯০ জন আহত হন। 

Share this news on: