ফটিকছড়ির দুই ইউপিতে ভোটগ্রহণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুইটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। উপজেলার নবগঠিত ২১ নম্বর খিরাম ও ১৪ নম্বর নানুপুর ইউনিয়ন পরিষদে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একই দিন রোসাংগিরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় এসব এলাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, উপজেলার খিরাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ শহীদুল আলম (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সোহরাব হোসাইন (আনারস প্রতীক) এবং আরেক স্বতন্ত্র প্রার্থী স্বরবিন্দু চাকমা (ঘোড়া প্রতীক)।

৯টি ওয়ার্ডে পুরুষ সদস্য প্রার্থী ৩০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১২ জন। ইউনিয়নটিতে মোট ভোটার ৭ হাজার ৭২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬০৭ জন ও মহিলা ভোটার ৩ হাজার ৪৬৫ জন। এখানেও মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি।

অন্যদিকে, নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ ওসমান গণি বাবু (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ জাকারিয়া আনারস প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া ১ নম্বর সাধারণ ওয়ার্ডে তৌহিদুল আলম ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সৈয়দা নাজমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পুরুষ সদস্য প্রার্থী মোট ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৯ জন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬০৭ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৭১ জন ও মহিলা ভোটার ৯ হাজার ২৩৬ জন। প্রতি ওয়ার্ডে একটি করে মোট ৯টি ভোট কেন্দ্র রয়েছে।

এছাড়া রোসাংগিরি ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম বাবুল মারা যাওয়ায় ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: