শিরিনের লাশ বহনকারী ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি পুলিশের লাঠিচার্জ

আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের কফিন বহনকারী ফিলিস্তিনি লোকেদের ওপর লাঠিচার্জ করেছে ইসরায়েলি পুলিশ । গতকাল শুক্রবার হাজার হাজার মানুষ জেরুজালেমের ওল্ড সিটির মধ্য দিয়ে তার কফিন নিয়ে যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত খবরে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আবু আকলেহের কফিনের চারপাশে কয়েক ডজন ফিলিস্তিনি ছিল। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনি পতাকা উড়য়েছে। এ সময় তাদের মুখে স্লোগান ছিল, ‘আমাদের আত্মা এবং রক্ত ​​দিয়ে শিরিন তোমাকে উদ্ধার করবো।’

ঠিক তখনই ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা লোকেদের ওপর লাঠিচার্জ শুরু করে, লাঠি দিয়ে মারধর করে এবং লাথি দেয়। এক পর্যায়ে কফিন বহনকারী দলটি একটি দেয়ালের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। কফিনটি প্রায় নিচে পরে যাচ্ছিল। 

Share this news on: