বাড়ি গিয়ে ভোটার আনতে পারবো না: সিইসি

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আনা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়ে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি অনেক কম ছিল। এর কারণ জানতেই চাইলে সিইসি সাংবাদিকদের বলেন, আমরা ভোটকেন্দ্রের পরিবেশ সৃষ্টি করি। বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোটার আনতে পারবো না। তবে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ না নেওয়াতে ভোটার উপস্থিতি কম বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ভোটার উপস্থিতি কম থাকার দুটি কারণ রয়েছে। এগুলোর মধ্যে একটি হল নির্বাচনটি স্বল্প সময়ের জন্য মাত্র ১ বছরের জন্য। আরেকটি কারণ- সব দল নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে নির্বাচন এখনো ভোটারবিহীন হয়নি বলেও জানিয়েছেন সিইসি।

নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থায় কোনো ত্রুটি নেই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি ডিএনসিসির ১৮টি নতুন ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

টাইমস/ কেআরএস

Share this news on: