সারা দেশে বিএনপির ১৩ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় এ পর্যন্ত ১৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা বগুড়া, মাগুরা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, পঞ্চগড় ও পিরোজপুর এলাকায় দায়িত্ব পালন করতেন। তাদের মধ্যে বৃহস্পতিবার বগুড়া, মাগুরা, সিরাজগঞ্জের চার নেতাকে বহিষ্কার করা হয়। বাকিদের ২৬ ফেব্রুয়ারি বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কৃতরা হলেন- বিএনপির বগুড়া জেলার যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মাগুরা জেলার সদস্য ও মোহাম্মদপুর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সদস্য মাহফুজা খাতুন এবং দলের প্রাথমিক সদস্য অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লা আল মামুন, পঞ্চগড়ের সদর উপজেলা সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুরের কাউখালী উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সভাপতি ও জেলা সহসভাপতি ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি আনিসুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), সুনামগঞ্জ জেলা মহিলা দলের আহবায়ক মদিনা আক্তার, বিশ্বম্ভরপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সদস্য হারুনুর রশিদ দুলাল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবি হওয়া বিএনপি এবারের উপজেলা নির্বাচন বর্জন করেছে। তবে দলের এমন সিদ্ধান্ত অমান্যকারীদের বহিষ্কার করা হচ্ছে।

টাইমস/ কেআরএস

Share this news on: