অংশগ্রহণমূলক হয়নি সিটি নির্বাচন : মাহবুব

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানান তিনি।

প্রধান বিরোধীদলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় অংশগ্রহণমূলক হয়নি জানিয়ে তিনি বলেন, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। তবে ভোটার অনুপস্থিতির কারণও ব্যাখ্যা করলেন তিনি।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে ভোটারদের মধ্যে উৎসাহ থাকে না। তাই ভোটকেন্দ্রের উপস্থিতিও কম থাকে। এছাড়াও ভোটকেন্দ্রগুলোতে পোলিং এজেন্টের উপস্থিতিও কম ছিল বলেও জানান তিনি।

ইসি বলেন, আমি সকালে মগবাজারের ইস্পাহানি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে সরকার দলীয় মেয়রের পোলিং এজেন্ট ছাড়া আর কাউকে দেখি নাই। এছাড়াও সেই ভোটকেন্দ্রে ১৫টি বুথে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ৩৮৫ জন। তবে সেখানে মোট ভোটার রয়েছে ৯ হাজার ৪১৩ জন।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

টাইমস/ কেআরএস

Share this news on: