জলপাইগুড়ির উদ্দেশে ঢাকা থেকে মিতালী এক্সপ্রেস

করোনা ও ভিসা সংক্রান্ত জটিলতায় কাটিয়ে ওঠার প্রায় ২ বছর পর ১লা জুন থেকে চালু হচ্ছে মিতালী এক্সপ্রেস। প্রায় ছয় দশক পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চালু হতে যাচ্ছে। এই ট্রেনটি চালু হলে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে সরাসরি যাওয়া যাবে ভারতের নিউ জলপাইগুড়িতে।

এর আগে ২০২০ সালের ১৭ ডিসেম্বর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

এরপর পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলেও, করোনা মহামারি ও ভিসা সংক্রান্ত জটিলতায় বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল।

প্রায় ২ বছর পর চালু হতে যাচ্ছে মিতালী এক্সপ্রেস নামের সেই ট্রেন। ট্রেনটি ১ জুন সকালে নীলফামারীর চিলাহাটি দিয়ে প্রবেশ করবে বাংলাদেশে। এরপর শেষ গন্তব্য ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন।

মিতালী এক্সপ্রেস জলপাইগুড়ি থেকে রোববার ও বুধবার সকালে ছেড়ে আসবে আর ঢাকা থেকে ছাড়বে সোম ও বৃহস্পতিবার রাতে। ভ্রমণ করসহ ভাড়া ৩ হাজার ৮০৫ টাকা থেকে ৪ হাজার ৯০৫ টাকা।

Share this news on: