রংপুর ডিসি অফিসে আ.লীগ প্রার্থী ববির ওপর হামলা

রংপুর ডিসি অফিসে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববির ওপর হামলার ঘটনা ঘটেছে। দলীয় বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীরা তার ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে বের হয়ে যাচ্ছিলেন নাছিমা জামান ববি। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. দেলোয়ার হোসেনের সমর্থকরা তার ওপর অতর্কিত হামলা করে। হামলার সময় নাছিমা জামান ববির পরনে থাকা কাপড় ছিঁড়ে যায়। এক পর্যায়ে নাছিমা জামান ববির সমর্থকরা তাকে উদ্ধার করেন নিরাপদ স্থানে নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে রংপুর সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন, বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আমার ওপর হামলা করেছে। হামলাকারী একরামুল হক ২নং হরিদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সে কী কারণে এ ধরনের আচরণ করেছে, আমি জানি না। আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আমার ওড়না ছিড়ে দিয়েছে একরামুল। বিষয়টি জেলা আওয়ামী লীগের নেতাদের অবগত করেছেন বলে জানান তিনি।

তবে একরামুল হক হামলার ঘটনাটি অস্বীকার করে বলেন, আমি কারো ওপর হামলা করিনি। বরং আমাকেই লাঞ্ছিত করা হয়েছে। ববির সমর্থকরা অন্যায় করেছে।

টাইমস/ কেআরএস

Share this news on: