র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক কামরুল

র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কর্নেল মোঃ কামরুল হাসান, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি

 কর্নেল মোঃ কামরুল হাসান, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, অদ্য ১৩ জুন ২০২২ তারিখে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) এর দায়িত্বভার গ্রহণ করেন। তিনি কর্নেল কে এম আজাদ, বিপিএম, পিএসসি এর স্থলাভিষিক্ত হলেন। 

 কর্নেল মোঃ কামরুল হাসান ৩৫তম বিএমএ লং কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘কর্নেল’ পদবীতে আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর প্রধান প্রশিক্ষক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিওসি) উইং এ ডাইরেক্টিং স্টাফ (ফ্যাকাল্টি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পূর্ববর্তী সময়ে তিনি একটি সাঁজোয়া ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের স্টাফ অফিসার (গ্রেড-২), সাঁজোয়া ব্রিগেডের ব্রিগেড মেজর এবং বাংলাদেশ মিলিটারি একাডেমি এর প্লাটুন কমান্ডার (প্রশিক্ষক) হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে ২০০৬ সালে মিলিটারি অবজারভার এবং ২০১৮ সালে ব্যানব্যাট-২, দক্ষিণ সুদানে চীফ অপারেশনস্ অফিসার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত ছিলেন। চাকুরির ধারাবাহিকতায় তিনি গত ১২ জানুয়ারি ২০২০ তারিখে কর্নেল পদে পদোন্নতি প্রাপ্ত হন।

 কর্নেল কামরুল ইতোপূর্বে র‌্যাব-১১ এর অধিনায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। র‌্যাব ফোর্সেস এ দায়িত্ব পালনকালে জঙ্গি বিরোধী অভিযান, মাদক বিরোধী অভিযান এবং শিশু অপহরণ ও পাচারকারী চক্র গ্রেফতারে প্রশংসনীয় অবদান রেখেছেন। র‌্যাবে কর্মরত থাকাকালীন অপরাধ নিয়ন্ত্রণ, আভিযানিক কর্মকান্ড, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২০১৭ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন। 

 কর্নেল কামরুল ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) হতে আর্মি স্টাফ কোর্স, ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) হতে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিওসি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মাস্টার অব সায়েন্স ইন মিলিটারি স্ট্যাডিজ ও মাস্টার অব স্যোসাল সায়েন্স ইন সিকিউরিটি এন্ড ডেভেলপমেন্ট এবং ইউনিভার্সিটি অফ কেলানিয়া, শ্রীলংকা থেকে এমডিএস (মাস্টার ইন ডিফেন্স স্ট্যাডিজ) অর্জন করেন। 

 কর্নেল কামরুল সেনাবাহিনীর বিভিন্ন পরিসরে প্রশিক্ষক, কমান্ড ও স্টাফ অভিজ্ঞতাসম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, পেশাদারিত্ব, পারদর্শিতা, উৎকর্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন।

Share this news on:

সর্বশেষ

img
সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, আরও বাড়ার শঙ্কা May 14, 2024
img
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে ১২ প্রাণহানি, আহত অন্তত ৬০ May 14, 2024
img
ডোনাল্ড লু’র সফরে ভিসা নীতি ও নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী May 13, 2024
img
যুক্তরাষ্ট্র সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন, বিকল্প হতে পারেন যিনি May 13, 2024
img
যে ভুলের কারণে আপনার ঘরের গাছ শুকিয়ে যাচ্ছে May 13, 2024
img
কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ, ২৩ নাবিক চট্টগ্রাম পৌঁছাবেন মঙ্গলবার May 13, 2024
img
খাদ্য মূল্যস্ফীতি আবারও ১০ শতাংশ ছাড়াল May 13, 2024
img
হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ায় সহায়তার প্রতিশ্রুতি সৌদি রাষ্ট্রদূতের May 13, 2024
img
মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা যাবে না: হাইকোর্ট May 13, 2024
img
সন্ত্রাস করলে আবারও বিএনপিকেই পালাতে হবে : কাদের May 13, 2024