সৌদি সেনাপ্রধানের সঙ্গে ইসরায়েলি সেনাপ্রধানের গোপন বৈঠক

সৌদি সেনাপ্রধান ফায়াদ বিন হামেদ আল-রুওয়াইলির সঙ্গে গোপন বৈঠক করছেনে দখলদার ইসরায়েলের সেনাপ্রধান।

মিশরের রিসোর্ট শহর শার্ম আল-শেখ-এ প্রথমবারের মতো কোনো আরব সেনাপ্রধানের সঙ্গে দখলদার দেশটি এমন বৈঠকে মিলিত হলো।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে , মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল রোববার এ খবর প্রকাশ করেছে। বৈঠকে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের সেনাপ্রধানও ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে গেল মার্চে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত আলোচনায় ইরানের কথিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হুমকি কিভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, কীভাবে একটি সাধারণ হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষা করা যায় তা নিয়ে এবারই প্রথম কোনো উচ্চপদস্থ ইসরায়েলি এবং আরব কর্মকর্তারা মার্কিন সামরিক পৃষ্ঠপোষকতায় এমন গোপন বৈঠকে মিলিত হলেন। 

সৌদি সেনাপ্রধান আল-রুওয়াইলি এবং ইসরায়েলি সেনাপ্রধান আভিভ কোচাভি ছাড়াও কাতার, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের শীর্ষ সামরিক কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন।



Share this news on: