রাশিয়ায় স্থানান্তর হচ্ছে পিডিভিএসএর সদর দপ্তর

ভেনিজুয়েলার রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি পিডিভিএস-এর দপ্তর পর্তুগালের রাজধানী লিসবন থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ইতোমধ্যেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রডরিগেজ শুক্রবার রাশিয়া সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। খবর দ্যা মস্কো টাইমসের।

রদ্রিগেজ বলেন, ভেনিজুয়েলার রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা রক্ষায় পিডিভিএসএ’র সদর দপ্তর লিসবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাশিয়ার তেল কোম্পানিগুলোর সঙ্গে ভেনিজুয়েলার সহযোগিতা শক্তিশালী করতে এ পদক্ষেপ নিয়েছে মাদুরো সরকার। তেল উৎপাদন বাড়ানোর জন্য রুশ ফেডারেশনের কাছ থেকে সব রকম সহযোগিতা গ্রহণ করবে কারাকাস।

 

টাইমস/এইচইউ

Share this news on: