৩ লাখ টাকার গরু খায় কি? সরাসরি ..

ঈদ উল আজহার আর মাত্র ৯ দিন বাকি। ঈদকে সামনে রেখে জমে উঠেছে আশিয়ান সিটি পশুর হাট। ঈদকে সামনে রেখে এখন প্রতিদিনই বসবে পশু হাট। গত এক সপ্তাহ আগে থেকে শুরু হওয়া হাটে পশু বেচাকেনা এখন জমজমাট।

আশিয়ান সিটি পশুর হাট ঘুরে দেখা গেছে, হাঁক-ডাকে জমে উঠেছে হাট প্রাঙ্গন। ক্রেতাদের নজর মাঝরি পশুর দিকেই বেশি। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় ভালো দামে গরু-মহিষ বিক্রির প্রত্যাশা রয়েছে। ৫ মণের কিছু কম-বেশি ওজনের মাঝারি গরুর চাহিদা বেশি। এই সাইজের গরুর দামও তাই ভালো।

এই হাটে গরু বিক্রি করতে এসেছেন কুষ্টিয়ার আইনাল হক রাকিব। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে গরু কিনে এই হাটে বিক্রি করি। ঈদের হাটে প্রতিটা গরুতে ৫ থেকে ১০ হাজার টাকা লাভ থাকে। এবারও সেই প্রত্যাশা নিয়ে গরু কিনেছেন। হাটে বিক্রেতা প্রচুর। কিন্তু ক্রেতার সংখ্যা তুলনামূলক কম।’

Share this news on: