ঈদের ৩ দিনে পদ্মা সেতুতে আয় প্রায় ১১ কোটি টাকা

তিন দিনে পদ্মা সেতুতে ৭৪ হাজার ২২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে শনিবার (৯ জুলাই) বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অর্থ আয় হয়। 

রোববার (১০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

এই তিন দিনের প্রথম দিনে পদ্মা সেতু দিয়ে ২২ হাজার ৭০৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা। দ্বিতীয় দিন তথা শুক্রবার পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি গাড়ি। এসময় টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, যা এ পর্যন্ত এক দিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। 
আর সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায়ের রেকর্ড। 


শনিবার ১৯ হাজার ৭৯৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।

Share this news on: