চট্টগ্রামে চামড়া সংগ্রহে নেমেছে মৌসুমি ব্যবসায়ীরা

এবারের ঈদুল আজহায় চট্টগ্রামে গরু, ছাগল, মহিষ মিলিয়ে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা সাড়ে তিন থেকে চার লাখ। রোববার (১০ জুলাই) কোরবানি শেষে বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ শুরু করেছেন মৌসুমি ও সাধারণ ব্যবসায়ীরা।
তারা এসব চামড়া পরে আড়তদারদের কাছে বিক্রি করবেন। আবার অনেকে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করে রাখছেন।
এবার মহানগরের বাইরে থেকে আসা কাঁচা চামড়া কিনছে না বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি। উপজেলার মৌসুমি ব্যবসায়ী এবং মাদরাসা-এতিমখানা কর্তৃপক্ষকে কাঁচা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করে পরবর্তীতে কেনার কথা জানিয়েছেন।
এবারও সরকার কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে । লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা, খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা। বকরির চামড়ার দর ১২ থেকে ১৪ টাকা।  




Share this news on: