ঈদের ছুটিতেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক শূন্যতা

কক্সবাজারে ঈদের ছুটিতেও এবার তেমন পর্যটক নেই। বেশিরভাগ হোটেল মোটেলের অর্ধেকই এখনো ফাঁকা। সংশ্লিষ্টদের ধারণা, দেশের কয়েকটি জেলায় দীর্ঘস্থায়ী বন্যার প্রভাবে পর্যটক কমেছে।

ঈদের ছুটি মানেই জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত। তবে এবার নেই চিরচেনা সেই চিত্র। স্থানীয়দের পাশাপাশি অল্প কিছু পর্যটকের দেখা মিলছে সৈকতে।

পাঁচ শতাধিক হোটেল-মোটেলের বেশিরভাগই এখনো ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছরের মতো এবারও ঈদে অতিথি বরণে হোটেল মোটেলগুলোকে সাজানো হয়েছে। অনেকেই দিচ্ছে বিশেষ ছাড়।

বিভিন্ন জেলায় দীর্ঘস্থায়ী বন্যার প্রভাব পড়েছে পর্যটন খাতে, ধারণা সংশ্লিষ্টদের। তবে ঈদের পরে পর্যটক বাড়তে পারে, আশা তাদের।

কক্সবাজারের পর্যটকরা অনেকেই ছুটে যান হিমছড়ি, দরিয়ানগর, ইনানী ও সেন্টমার্টিনে। তবে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় এবার সেন্টমার্টিন যাওয়া যাবে না।

Share this news on: