চার দিনের সফরে রংপুরে এরশাদ

চার দিনের ব্যক্তিগত সফরে রংপুর পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার বেলা ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে রংপুর সেনানিবাসের উদ্দেশে ঢাকা ছেড়ে যান। দুপুর ১২টায় রংপুর সেনানিবাসে পৌঁছে তিনি হোটেল গ্র্যান্ড প্যালেসে ওঠেন।

৪ ও ৫ মার্চ হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ৬ মার্চ বুধবার বিকাল চারটায় রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রংপুর ছেড়ে আসবেন তিনি।

সাবেক রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে আছেন- জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার এবং হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিখ এরশাদ।

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: