চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানিতে শনাক্ত ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করায় দুইজনকে শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার সকালে চাবির প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, 'এ ঘটনায় পাঁচজন জড়িত। সিসিটিভির ফুটেজে, কয়েক যুবককে মোটরসাইকেলে করে চলে যেতে দেখা যায়। তাদের পেছনের অংশ দেখা যাচ্ছিল। চেহারা স্পষ্ট নয়। তারা কোন রাস্তা দিয়ে এসেছে সে বিষয়ে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ভিকটিমের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি পুরো বিষয়টি দেখছে। ঘটনার সঙ্গে কয়েকজন জড়িত থাকলেও বিশ্ববিদ্যালেয় শিক্ষার্থী হিসেবে দুজনকে চিহ্নিত করা হয়েছে এবং বাকিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে'।

এর আগে রোববার ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে। এরপর ওই ছাত্রীকে গাছে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণেরও অভিযোগ পাওয়া যায়। এর পরদিন প্রক্টরের কার্যালয়ে মেয়েটি অভিযোগ জানাতে গেলে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বাধা দেন বলে অভিযোগও পাওয়া গিয়েছে।

এ ঘটনার পর দফায় দফায় আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা । বুধবার রাতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে। এরপর বৃহস্পতিবার বেলা ১১টায় রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন করে।

Share this news on: